আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ব্রাজিলের রাফিনিয়া। ম্যাচ জয়ের পাশাপাশি নিজেও গোল করার ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু মাঠে ঘটেছে পুরোপুরো তার উল্টো। ৪-১ গোলে লিওনেল স্কালোনির শীষ্যদের কাছে বিধ্বস্ত হতে হয়েছে রাফিনিয়ার ব্রাজিলকে।
ক্লাব ফুটবলে বার্সেলোনার জার্সি গায়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া তাই স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন তিনি। তবে জাতীয় দলের অবস্থা অনেকটাই দুর্বল। ফলে সুবিধা করতে পারেনি হলুদ জার্সিধারিরা।
সবশেষ ২০১২ সালের পর আজ আবারও ৪ গোল হজম করে আর্জেন্টিনার বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পেল দরিভালের শীষ্যরা। এমনকি ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হারের পর এবারই প্রথম ৪ গোল হজম করেছে ব্রাজিল।
দারুণ এই জয়ের পরও তেমন উল্লাস করতে দেখা যায়নি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। ম্যাচশেষে ছিলেন অনেকবেশি শান্ত । তাকে প্রশ্ন করা হয় রাফিনিয়াকে নিয়ে। সে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন তিনি।
স্কালোনির ভাষ্য, ‘এটা ব্রাজিল-আর্জেন্টিনা, এই ম্যাচ নিয়ে এমন সব কথা বলার দরকার নেই। আমরা সে জন্য এভাবে খেলিনি। আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’
চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে জয় পেলে স্বাভাবিকভাবেই আনন্দটা বেড়ে যায়। দলের সবাই হয়ে পড়ে উজ্জীবিত। অনেক খেলোয়াড়ের কাছে এটি সেরা ম্যাচ হলেও স্কালোনির ক্ষেত্রে তা ব্যতিক্রম, ‘এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর এটাই উপায় দলগত খেলা। তবে বলতে পারব না, এটাই সেরা জয় কি না। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি।’
এই জয়ের আগেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আর্জেন্টিনা। কনমেবল অঞ্চল থেকে সবার আগে তারাই গিয়েছে বিশ্বকাপে।