অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সোমালিয়ার এক নাগরিককে আটক করেছে বিজিবি।শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।
ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ওই সোমালিয়ানের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। বিজিবি বলছে, তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল সীমান্ত পিলার ২১৫৯/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই সোমালিয়ান নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ব্যতিত অবৈধভাবে ভারত হতে বাংলদেশ প্রবেশ করছিল। তাকে ফেনীর পরশুরাম মডেল থানায় দেওয়া হয়েছে।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশরোধে আমরা সজাগ রয়েছি। তারই ধারাবাহিকতায় অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।