ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শরীয়তপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৮ Logo জীবনের শিক্ষার জন্য ৭দিন হলেও সবাইকে জেলে থাকা উচিত : পলক Logo বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন Logo শেরপুরে বেড়াতে গিয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের শিকার,মায়ের আত্মহত্যার চেষ্টা Logo ‘মোদীকে সম্মান করি, কিন্তু ভারতকে এত টাকা কেন দেব? Logo জামালপুরে আগ্নেয়াস্ত্র-পাঁচ রাউন্ড গুলি-দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার Logo আ. লীগকে শুধু নিষিদ্ধ নয়, দেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে : আসিফ মাহমুদ Logo কুয়েটের সংঘর্ষের ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল Logo অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ১৫০ টিরও বেশি তিমি আটকা পড়েছে Logo নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৩:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৯ Time View

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলগুলো শেষ প্রস্তুতি সারছে। পিছিয়ে নেই বাংলাদেশ দলও। মিরপুরের অনুশীলন মাঠে ব্যাটে-বলে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই অনুশীলন শেষ করবে টাইগাররা।অবশ্য অনুশীলন শেষ করার আগেই বাংলাদেশ পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। ফটোসেশনে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। আরো ছিলেন প্রধান ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ অন্য কোচিং স্টাফরা।

বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই। আর যাদের সঙ্গে তুলনা চলছে, সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা।

পরের ম্যাচ পাকিস্তানে যাবে বাংলাদেশ।সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে টাইগারদের।

ট্যাগস

শরীয়তপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় ককটেল বিস্ফোরণ, আহত ৮

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন

আপডেট সময় ০৩:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলগুলো শেষ প্রস্তুতি সারছে। পিছিয়ে নেই বাংলাদেশ দলও। মিরপুরের অনুশীলন মাঠে ব্যাটে-বলে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই অনুশীলন শেষ করবে টাইগাররা।অবশ্য অনুশীলন শেষ করার আগেই বাংলাদেশ পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। ফটোসেশনে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন। আরো ছিলেন প্রধান ফিল সিমন্স, সহকারী কোচ সালাহউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদসহ অন্য কোচিং স্টাফরা।

বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে, সর্বশেষ দুটি সিরিজেও হার। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে ধবলধোলাই। আর যাদের সঙ্গে তুলনা চলছে, সেই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছিল ২-১ ব্যবধানে।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আগামীকাল দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশ্যে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা।

পরের ম্যাচ পাকিস্তানে যাবে বাংলাদেশ।সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে টাইগারদের।