ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২ Logo ‘ইনসাফ’-এ জুটি বাঁধছেন রাজ-ফারিণ Logo সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল Logo বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ Logo কুমিল্লায় দেশি-বিদেশি বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ১০ Logo বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল কয়েকজন ভারতীয় Logo নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা Logo র‍্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন: পররাষ্ট্র উপদেষ্টা Logo লাঠিপেটার তিন ঘণ্টা পরও অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৯২ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতলেই সরাসরি ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলো টাইগ্রেসরা। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয় নারীদের কাছে ৮ উইকেটে হেরে যাওয়ায় সিরিজের পাশাপাশি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া হলো নিগার সুলতানা জ্যোতিদের। তবে এখনো সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। বাছাইপর্বে উত্তীর্ণ হতে পারলেই মিলবে বিশ্বমঞ্চে খেলার টিকিট।

শুক্রবার রাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো হলেও ইনিংস মেরামতের পথে বড় ধস নামে টাইগ্রেসদের ব্যাটিং অর্ডারে। ১০ ওভারে ১ উইকেটে ৪৯ রান থেকে এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯৪। তবে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে অলআউট হয় লাল-সবুজের দল।

টপ অর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার শুরুতে ধীরগতিতে ৫০ রানের জুটি গড়লেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শারমিন আউট হন ৩৭ রানে, আর ফারজানা যোগ করেন ২২ রান। তাদের বিদায়ের পর সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে গুটিয়ে যায় বাংলাদেশ।

১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই তারা তোলে ৪৫ রান। অধিনায়ক হেইলি ম্যাথিউস আউট হলেও ৩৯ রান করেন কিয়ানা জোসেফ। আর ডিয়ান্দ্রা ডটিনের ঝোড়ো ১৯ বলে ৩৩ রানের ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

নারী বিশ্বকাপে ইতোমধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও সরাসরি খেলতে পারছে না, যদিও তারা সুপার লিগে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে অষ্টম স্থানে রয়েছে।

এখন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। সেখান থেকে শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের টিকিট। এখন টাইগ্রেসদের তাকিয়ে থাকতে হবে বাছাইপর্বে নিজেদের সেরাটা দেওয়ার দিকে।

ট্যাগস

রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে, নিহত ২

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ

আপডেট সময় ১২:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ জিতলেই সরাসরি ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। তবে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলো টাইগ্রেসরা। সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবীয় নারীদের কাছে ৮ উইকেটে হেরে যাওয়ায় সিরিজের পাশাপাশি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া হলো নিগার সুলতানা জ্যোতিদের। তবে এখনো সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি। বাছাইপর্বে উত্তীর্ণ হতে পারলেই মিলবে বিশ্বমঞ্চে খেলার টিকিট।

শুক্রবার রাতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো হলেও ইনিংস মেরামতের পথে বড় ধস নামে টাইগ্রেসদের ব্যাটিং অর্ডারে। ১০ ওভারে ১ উইকেটে ৪৯ রান থেকে এক পর্যায়ে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯৪। তবে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪৩.৫ ওভারে মাত্র ১১৮ রানে অলআউট হয় লাল-সবুজের দল।

টপ অর্ডার ব্যাটার ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার শুরুতে ধীরগতিতে ৫০ রানের জুটি গড়লেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শারমিন আউট হন ৩৭ রানে, আর ফারজানা যোগ করেন ২২ রান। তাদের বিদায়ের পর সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে গুটিয়ে যায় বাংলাদেশ।

১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতেই তারা তোলে ৪৫ রান। অধিনায়ক হেইলি ম্যাথিউস আউট হলেও ৩৯ রান করেন কিয়ানা জোসেফ। আর ডিয়ান্দ্রা ডটিনের ঝোড়ো ১৯ বলে ৩৩ রানের ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

নারী বিশ্বকাপে ইতোমধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারত। বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও সরাসরি খেলতে পারছে না, যদিও তারা সুপার লিগে ১৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে অষ্টম স্থানে রয়েছে।

এখন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। সেখান থেকে শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের টিকিট। এখন টাইগ্রেসদের তাকিয়ে থাকতে হবে বাছাইপর্বে নিজেদের সেরাটা দেওয়ার দিকে।