দেশের সর্ব নিন্ম তাপমাত্রা আজ নওগাঁয় রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। সকাল থেকেই ঘন কুয়াশা আর হিম বাতাশ বইছে এ জনপদে । তীব্র ঠান্ডা অনুভত হচ্ছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় নওগাঁয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সামনে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। নওগাঁ বদলগাছী আবহাওয়া অফিসের ভারপ্রপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তাপ প্রবাহ কমে আসার সাথে রাতে ঘনকুয়াশা থাকছে ।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা কমে আসে । এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত গরম কাপর সরবরাহ করা হয়নি । নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, আমরা ৫০ হাজার পিছ কম্বল দরিদ্র মানুষের কাছে প্রদানের জন্য প্রস্তত করা হচ্ছে । আবহাওয়া অফিস জানায় চলতি মাসের ১০ ডিসেম্বর পর আরো তাপ মাত্রা কমে আসতে পারে ।