নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন আরও তিনজন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।
শপথ নেওয়া নতুন উপদেষ্টাদের একজন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সূত্রে জানা গেছে, তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হতে পারে।শপথ শেষে সাংবাদিকদের তিনি বলেন, এটা আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এই চেয়ারে বসবো এটা কখনো ভাবিনি। কাজের ক্ষেত্রে ভুলত্রুটি হলে ধরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র জগত থেকে সরকারের শীর্ষ পর্যায়ে উঠে আসা ফারুকী।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
অন্তর্বর্তী সরকারের সময় এসেও তিনি সরকারের পক্ষে একের পর এক ফেসবুকে পোস্ট করেছেন। দিয়েছেন নিজের মতামত।উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পালিয়ে যান শেখ হাসিনা। এর পরদিন রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। তারপর আপিল বিভাগের মতামত নিয়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন তিনজন নিয়ে বর্তমানে উপদেষ্টা পরিষদের ২৪ জন সদস্য রয়েছেন।