এ যেন টাকার ঝনঝনানি। দুই ঘণ্টার ব্যবধানে প্যাট কামিন্সেকে পিছনে ফেলে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়লেন স্বদেশি মিচেল স্টার্ক। ২০ কোটি ৫০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল কামিন্সকে। তবে স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে।
আট বছর পর রাজকীয়ভাবে আইপিএলে ফিরলেন বাঁহাতি পেসার। স্টার্ককে নিয়ে লড়াই হয়েছে কলকাতা আর গুজরাট টাইটানসের মধ্যে। ২০ মিনিট ধরে চলা লড়াই শেষ পর্যন্ত স্টার্ক গেছেন কলকাতার ডেরায়।
এর আগে আইপিএলের আগের সব রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে বেশি দামে কামিন্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স।
নিলামে এই পেসারকে নিয়ে এক প্রকার যুদ্ধ চলেছে ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ানস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স সব দলই কামিন্সকে পাওয়ার লড়াইয়ে নামে।
কামিন্স-স্টার্কের আগে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারেন। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।