নওগাঁয় ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা করায় এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে এ নির্দেশ দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৯ নভেম্বর বদলগাছী উপজেলার চাপাডাল গ্রামের আসাদুল হাকিমের স্ত্রী মারিয়া বেগম (৪৮) একই গ্রামের তহিদুল তুহিনসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ করে একটি মামলা করেন। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করলে মামলার বাদী পুলিশের প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। পরে শুনানি নিয়ে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেন আদালত।
বিচার বিভাগীয় তদন্তে ঘটনাটির সত্যতা রয়েছে মর্মে অনুসন্ধান প্রতিবেদন আদালতে জমা দিলে মামলাটির বিচারিক কার্যক্রম আবারও শুরু হয়। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ তিনজন সাক্ষীর সাক্ষ্য নেন। সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন করা হয়েছে পর্যবেক্ষণ দিয়ে ১০ আগস্ট আসামিদের খালাস দেন বিচারক।
এ ঘটনায় শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে মারিয়া বেগমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তহিদুল ইসলাম নামের একজন। নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে ওই নারীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে মারিয়া বেগম জামিন শুনানির প্রার্থনা করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত