ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

ইউরো জোড়া গোল রোনালদোর, উড়ছে পর্তুগাল

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৬৪৬ Time View

 ইউরো বাছাইতে উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরে গেছেন যেনো সেই অতীতে। গোলের পর গোল করে যাচ্ছেন। আর জয় ধরা দিচ্ছে পর্তুগালে হাতে। ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের খেলায় গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। জোড়া গোল করেছেন তিনি। দল জয় পেয়েছে ৫-০ গোলে।

বসনিয়ার বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলে পর্তুগালের অবস্থান আরো সংহত হলো। আট ম্যাচে শতভাগ সাফল্য তাদের। আট ম্যাচের সবগুলোতে জয় নিয়ে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

পর্তুগাল আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। তারপরও প্রতিপক্ষকে ছাড় দিচ্ছে না রোনালদোরা। পর্তুগাল তাদের পাঁচ গোলের সবকটিই প্রথমার্ধে আদায় করে নেয়। আর গোল উৎসবে নেতৃত্ব দিয়েছেন রোনালদো নিজেই। বিশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন তিনি। পঞ্চম মিনিটে পেয়েছিলেন প্রথম গোল এবং পেনাল্টি থেকে গোলটি পান এই পর্তুগীজ তারা। বিশ মিনিটের মধ্যে দ্বিতীয়বার গোল উৎসব করেন রোনালদো। পর্তুগালের হয়ে অন্য গোলগুলো করেন ব্রুনো ফের্নান্দেজ, হোয়াও ক্যানসেলো ও হোয়াও ফেলিক্স।

এ ম্যাচের জোড়া গোল নিয়ে আন্তর্জাতিক ম্যাচে রোনালদো তার গোলসংখ্যা ১২৭ করেছেন। গোলসংখ্যা তার ধারেকাছে এখন কেউ নেই। তার এই রেকর্ড এখন নিরাপদ বলা যায়। হয়তো যুগ যুগ তা অক্ষুন্ন থাকবে। যে লিওনেল মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তিনি এখন অনেক অনেক পেছনে। গোল খরায় ভুগছেন তিনি। সঙ্গে আছে ইনজুরিও। আর রোনালদো গত ম্যাচেও জোড়া গোল করেছিলেন।

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘ইউরো বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতিটা এভাবে এগিয়ে চলেছে। আজ খেলোয়াড়রা যেভাবে খেলেছে তা ছিল তাদের পরিশ্রমের ফসল, দলের প্রতি তাদের ভালোবাসার নমুনা। আমরা টানা আট ম্যাচে জয় পেয়েছি এবং বসনিয়াকে ৫-০ গোলে হারিয়েছি। এটা খুবই সন্তোষজনক ব্যাপার। পর্তুগালের রয়েছে একঝাঁক দারুণ খেলোয়াড়। ২৪ পয়েন্ট নিয়ে পর্তুগাল রয়েছে সবার উপরে। স্লোভাকিয়া দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৬।

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ইউরো জোড়া গোল রোনালদোর, উড়ছে পর্তুগাল

আপডেট সময় ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

 ইউরো বাছাইতে উড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরে গেছেন যেনো সেই অতীতে। গোলের পর গোল করে যাচ্ছেন। আর জয় ধরা দিচ্ছে পর্তুগালে হাতে। ইউরো বাছাইয়ে ‘জে’ গ্রুপের খেলায় গত রাতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। জোড়া গোল করেছেন তিনি। দল জয় পেয়েছে ৫-০ গোলে।

বসনিয়ার বিপক্ষে জয়ের ফলে পয়েন্ট টেবিলে পর্তুগালের অবস্থান আরো সংহত হলো। আট ম্যাচে শতভাগ সাফল্য তাদের। আট ম্যাচের সবগুলোতে জয় নিয়ে স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।

পর্তুগাল আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। তারপরও প্রতিপক্ষকে ছাড় দিচ্ছে না রোনালদোরা। পর্তুগাল তাদের পাঁচ গোলের সবকটিই প্রথমার্ধে আদায় করে নেয়। আর গোল উৎসবে নেতৃত্ব দিয়েছেন রোনালদো নিজেই। বিশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন তিনি। পঞ্চম মিনিটে পেয়েছিলেন প্রথম গোল এবং পেনাল্টি থেকে গোলটি পান এই পর্তুগীজ তারা। বিশ মিনিটের মধ্যে দ্বিতীয়বার গোল উৎসব করেন রোনালদো। পর্তুগালের হয়ে অন্য গোলগুলো করেন ব্রুনো ফের্নান্দেজ, হোয়াও ক্যানসেলো ও হোয়াও ফেলিক্স।

এ ম্যাচের জোড়া গোল নিয়ে আন্তর্জাতিক ম্যাচে রোনালদো তার গোলসংখ্যা ১২৭ করেছেন। গোলসংখ্যা তার ধারেকাছে এখন কেউ নেই। তার এই রেকর্ড এখন নিরাপদ বলা যায়। হয়তো যুগ যুগ তা অক্ষুন্ন থাকবে। যে লিওনেল মেসির সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা তিনি এখন অনেক অনেক পেছনে। গোল খরায় ভুগছেন তিনি। সঙ্গে আছে ইনজুরিও। আর রোনালদো গত ম্যাচেও জোড়া গোল করেছিলেন।

ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘ইউরো বাছাইয়ের জন্য সেরা প্রস্তুতিটা এভাবে এগিয়ে চলেছে। আজ খেলোয়াড়রা যেভাবে খেলেছে তা ছিল তাদের পরিশ্রমের ফসল, দলের প্রতি তাদের ভালোবাসার নমুনা। আমরা টানা আট ম্যাচে জয় পেয়েছি এবং বসনিয়াকে ৫-০ গোলে হারিয়েছি। এটা খুবই সন্তোষজনক ব্যাপার। পর্তুগালের রয়েছে একঝাঁক দারুণ খেলোয়াড়। ২৪ পয়েন্ট নিয়ে পর্তুগাল রয়েছে সবার উপরে। স্লোভাকিয়া দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৬।