সরকার পতনসহ ১০ দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি রোববার। তবে দেশের অন্যান্য জেলায় পূর্বঘোষিত ২৫ ফেব্রুয়ারি এ কর্মসূচি করবে বিএনপি।
দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা জেলার পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়নের সব কমিটি ও সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে ১০ দফার আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।
বিদ্যুৎ, গ্যাস ও চাল, ডাল, তেল, চিনি, আটাসহ নিত্যপণ্যের দাম কমানো, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি অনুযায়ী জেলা পর্যাযে পদযাত্রা কর্মসূচি করা হবে।