মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে বাদীর পরিবার। আসামীদের অব্যাহত খুন,গুম এবং জখমের হুমকির কারণে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন মামলার বাদী ইউনুছ আলী মন্ডল।
মামলাসূত্রে জানা গেছে, নিচ কুলিহার গ্রামের মৃত আনার আলী মন্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডল (৫২) কে গত ৫ ফেব্রেুয়ারি অভিনব কায়দায় জিম্মি করে অপহরন করে চাঁদাবাজি,মারপিট,ব্যাংকের ফাঁকা চেক ও নন জুডিসিয়াল স্ট্যাম্পে জোড়পূর্বকভাবে সাক্ষর গ্রহণ, মোবাইল এবং মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তিনি নিজে বাদি হয়ে গত ৬ ফেব্রুয়ারি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এরপর কোন প্রতিকার না পেয়ে ন্যায় বিচারের আশায় বাধ্য হয়ে নওগাঁর ২নং আমলী আদালতে কাঁশোপাড়া গ্রামের মোশারফ হোসেন মল্লিকের ছেলে শহিদুর ইসলাম মল্লিক (৩২), নাপিতপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মানুনুর রশিদ (৫০)ও আব্দুর রশিদ (৪৫), আমের আলীর ছেলে বাবুল হোসেন (৩৫), রাঙ্গামাটিয়া গ্রামের ইন্দ্র চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (২৯) এবং কাঁশোপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে উজ্জল হোসেন (২৬) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
সি আর মামলা নং ৮৪/২০২২ (মান্দা) ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪২/৩৮০/৩২৩/৩৪ পেনাল কোড।
বাদীপক্ষের আইনজীবী সমরেন্দ্রনাথ কুন্ডু বলেন, অবিনব কায়দায় অপহরন ও চাঁদাবাজি মামলায় এজাহারভুক্ত ওই পলাতক আসামীরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরবর্তীতে তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠান আদালত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
সরেজমিন আসামীদের বাড়িতে গিয়ে তাদের দেখা না পাওয়ায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম বলেন, নারী শিশু নির্যাতন আইনে মামলা করে চরম নিরাপত্তাহীনতায় মামলার বাদী পরিবার বিষয়টি অবগত নয়। তবে, এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।