ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এবার আসছে শোয়েব আখতারের বায়োপিক (ভিডিও)

বিনোদন ডেক্সঃ   ক্রিকেট মাঠের এক বর্নিল চরিত্রের নাম শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এযক্সপ্রেস খ্যাত এই স্পিডস্টার যেমন বল হাতে বাইশ গজে গতির ঝড় তুলেছেন, তেমনই পাল্লা দিয়ে মাঠের বাহিরেও জম্ন দিয়েছেন বিতর্কিত ঘটনার।

অনেকের চোখে যেমন তিনি হিরো, তেমনই খলনায়কও বটে। সিনেমার কাহিনীর মতো জীবন যার, তাকে নিয়ে এতদিন সিনেমা না হওয়াটাই হয়তো অবাক করার মতো। তবে আলোচিত-বিতর্কিত এই পেসারকে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক।

পাকিস্তানের কোনো ক্রীড়াবিদের জীবনকে উপজীব্য করে অন্য কোনো দেশে চলচ্চিত্র নির্মাণের ঘটনা এটাই প্রথম। শোয়েবকে দিয়েই উঠছে পর্দা। রূপালি পর্দায় দেখা যাবে পাকিস্তানি স্পিডস্টারের কাহিনী। খবরটা খবর ভক্তদের জানিয়েছেন শোয়েব আখতার নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের বায়োপিকের পোস্টার ও ক্লিপস নিজেই শেয়ার করেছেন তিনি।

যার ক্যাপশনে লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হতে চলেছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক- ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ রানিং এগেনস্ট অল অডস’-এর ব্যাপারে ঘোষণা করতে চলেছি। আগে কোনও দিন এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনও ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি।

ইতি,
আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।’

এদিক্বে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বায়োপিকে এই স্পিডস্টারের জীবনের নানা অজানা অধ্যায় ও বিতর্কিত ঘটনা উঠে আসতে পারে।

বায়োপিকটি পরিচালনা করেছেন মোহাম্মদ ফরাজ কায়জার। চলচ্চিত্রটিতে অর্থ লগ্নি করছে কিউ প্রোডাকশন্স ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা । সব ঠিক থাকলে ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পেতে পারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট অল অডস’ নামের এই চলচ্চিত্রটি।

তবে বায়োপিকে শোয়েব আখতারের চরিত্রে কে থাকছেন তা জানা যায়নি। ২৫ সেকেন্ডের মোশন টিজারে সে বিষয়ে কোন ধারণা দেওয়া হয়নি।

ক্যারিয়ারে অসংখ্য ঘটনার জন্ম দেওয়া এই তারকার বায়োপিক নিয়ে এরই মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে দর্শক-সমর্থকদের মধ্যে। শোয়েবের টুইটের নিচে মোহাম্মদ উমায়ের নামের এক ভক্ত লিখেছেন, ‘এই বায়োপিকের জন্য আগ্রহভরে অপেক্ষায় আছি।’

১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় শোয়েব আখতারের। ২০১১ সালে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ৪৬ টেস্ট ১৭৮ ও ১৬৩ ওয়ানডেতে ২৪৭টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৫ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৯ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৬ বার নিয়েছেন ৫ উইকেট। টেস্টে দুইবার পেয়েছেন ১০ উইকেট করে।

ট্যাগস

এবার আসছে শোয়েব আখতারের বায়োপিক (ভিডিও)

আপডেট সময় ০৭:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২

বিনোদন ডেক্সঃ   ক্রিকেট মাঠের এক বর্নিল চরিত্রের নাম শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এযক্সপ্রেস খ্যাত এই স্পিডস্টার যেমন বল হাতে বাইশ গজে গতির ঝড় তুলেছেন, তেমনই পাল্লা দিয়ে মাঠের বাহিরেও জম্ন দিয়েছেন বিতর্কিত ঘটনার।

অনেকের চোখে যেমন তিনি হিরো, তেমনই খলনায়কও বটে। সিনেমার কাহিনীর মতো জীবন যার, তাকে নিয়ে এতদিন সিনেমা না হওয়াটাই হয়তো অবাক করার মতো। তবে আলোচিত-বিতর্কিত এই পেসারকে নিয়ে এবার তৈরি হচ্ছে বায়োপিক।

পাকিস্তানের কোনো ক্রীড়াবিদের জীবনকে উপজীব্য করে অন্য কোনো দেশে চলচ্চিত্র নির্মাণের ঘটনা এটাই প্রথম। শোয়েবকে দিয়েই উঠছে পর্দা। রূপালি পর্দায় দেখা যাবে পাকিস্তানি স্পিডস্টারের কাহিনী। খবরটা খবর ভক্তদের জানিয়েছেন শোয়েব আখতার নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের বায়োপিকের পোস্টার ও ক্লিপস নিজেই শেয়ার করেছেন তিনি।

যার ক্যাপশনে লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হতে চলেছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক- ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ রানিং এগেনস্ট অল অডস’-এর ব্যাপারে ঘোষণা করতে চলেছি। আগে কোনও দিন এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনও ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি।

ইতি,
আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।’

এদিক্বে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই বায়োপিকে এই স্পিডস্টারের জীবনের নানা অজানা অধ্যায় ও বিতর্কিত ঘটনা উঠে আসতে পারে।

বায়োপিকটি পরিচালনা করেছেন মোহাম্মদ ফরাজ কায়জার। চলচ্চিত্রটিতে অর্থ লগ্নি করছে কিউ প্রোডাকশন্স ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা । সব ঠিক থাকলে ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পেতে পারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট অল অডস’ নামের এই চলচ্চিত্রটি।

তবে বায়োপিকে শোয়েব আখতারের চরিত্রে কে থাকছেন তা জানা যায়নি। ২৫ সেকেন্ডের মোশন টিজারে সে বিষয়ে কোন ধারণা দেওয়া হয়নি।

ক্যারিয়ারে অসংখ্য ঘটনার জন্ম দেওয়া এই তারকার বায়োপিক নিয়ে এরই মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে দর্শক-সমর্থকদের মধ্যে। শোয়েবের টুইটের নিচে মোহাম্মদ উমায়ের নামের এক ভক্ত লিখেছেন, ‘এই বায়োপিকের জন্য আগ্রহভরে অপেক্ষায় আছি।’

১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় শোয়েব আখতারের। ২০১১ সালে বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে বিদায় নেওয়ার আগ পর্যন্ত ৪৬ টেস্ট ১৭৮ ও ১৬৩ ওয়ানডেতে ২৪৭টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৫ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৯ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৬ বার নিয়েছেন ৫ উইকেট। টেস্টে দুইবার পেয়েছেন ১০ উইকেট করে।