‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যে গতকাল শুরু হলো ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ছিল এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ৯ দিনের এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র ও আধ্যাত্মিক চলচ্চিত্র—এই ১০ বিভাগে ৭০টি দেশের ২২১টি চলচ্চিত্র দেখানোর পরিকল্পনা রয়েছে।
প্রতিদিন ৭টি ভেন্যুতে দেখানো হবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্য, ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন দৈর্ঘ্যের চলচ্চিত্র। এগুলোর মধ্যে ১৮টি পূর্ণদৈর্ঘ্য ও ২২টি স্বল্প ও স্বাধীন দৈর্ঘ্যের ছবি বাংলাদেশের। ভেন্যুগুলো হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সরকারি গণগ্রন্থাগার ও প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় মিলনায়তনেও চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
উৎসব উপলক্ষে আজ ও কাল ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রয়েছে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স ২০২২’ ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে রয়েছে ‘ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিন প্লে ল্যাব’ চিত্রনাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে: সকাল সাড়ে ১০টায় চীনের ছবি ‘ক্যাফে বাই দ্য হাইওয়ে’, বেলা ১টায় লেবাননের ‘উইসিফ’, বেলা ৩টায় অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ‘আ ফাদারস ডায়েরি’, বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশের ‘বিশ্বসুন্দরী’ ও সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের ‘এনিভার’।
কবি সুফিয়া কামাল মিলনায়তনে: সকাল সাড়ে ১০টায় ভারতের ‘বারো বাই বারো’ ও বেলজিয়ামের ‘অল দ্যাটস লেফট’, বেলা ১টায় ইরানের ‘দ্য লাস্ট ব্রেথ’, বেলা ৩টায় গ্রিস ও যুক্তরাষ্ট্রের ‘ম্যান অব গড’, বিকেল ৫টায় চীন ও ইতালির ‘এআই এলএ’, সন্ধ্যা ৭টায় জার্মানি ও লেবননের ‘দ্য অ্যাঙ্গার’।
সরকারি গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে: সকাল সাড়ে ১০টায় ইরানের অ্যাস্টেরয়েড ও স্পেনের ‘গুড নাইট মিস্টার টেড’, বেলা ১টায় তুরস্ক ও জাপানের ‘কদোকুশি’, বেলা ৩টায় ভারতের ‘দ্য ড্রাম’, বিকেল ৫টায় মালয়েশিয়ার ‘অ্যাডেজ অব ডিভোশন’, সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ‘কালবেলা’।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে: সকাল সাড়ে ১০টায় ভারতের ‘দ্য হান্ট’, বেলা ১টায় ইতালি ও মৌরিতানিয়ার ‘ডেজার্ট ট্রেন’, বেলা ৩টায় ইতালি ও নেপালের ‘টেল মি হু আই অ্যাম’, বিকেল ৫টায় ভারতের ‘মাস্ক’।
শিল্পকলা একাডেমির জাতীয় নৃত্যশালা মিলনায়তনে: সকাল সাড়ে ১০টায় ইরানের ‘অ্যাস্টেরয়েড’ ও স্পেনের ‘গুড নাইট মিস্টার টেড’, বেলা ১টায় নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স ও পোল্যান্ডের ছবি ‘নোটস ফ্রম ব্রাসেলস’, বেলা ৩টায় ফিনল্যান্ডের ‘দ্য আদার সাইড অব দ্য রিভার’, বিকেল ৫টায় বিভিন্ন দেশের ৫টি স্বল্পদৈর্ঘ্য ছবি।
অলিয়ঁস ফ্রঁসেজ, ধানমন্ডি শাখায়: সকাল সাড়ে ৯টায় ‘লাভ অ্যান্ড পেইন ইন বিটুইন রিফ্রেইনস’, বেলা ১১টায় ‘বটক্স’, বেলা ২টায় ‘গার্গি’, বিকেল ৪টায় ‘ক্যাফে বাই দ্য হাইওয়ে’।