ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বনশ্রীতে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকা প্রতিনিধি : রাজধানীর বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন সিএনজিচালক মো. স্বপন (৩২) ও সিএনজির যাত্রী ফাতেমা বেগম (৪০)।

এছাড়া আহত হয়েছে ফাতেমা বেগমের দুই সন্তান সাকিব (১৭) ও শাকিল (৮)। এদের মধ্যে শাকিলের অবস্থা আশঙ্কাজনক। নিহত ফাতেমা বেগম দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী। ছোট ছেলে শাকিলকে সানারপাড় মাদরাসায় ভর্তি করাতে কুমিল্লার বড়ুরা থেকে ঢাকা আসেন ফাতেমা।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহতসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ হোসেন জানান, খিলগাঁও থানাধীন বনশ্রী ফেমাস হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে অছিম পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দুজন মারা যান।

এদিকে খবর পেয়ে সিএনজিচালকের আত্মীয়রা ঢামেক হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, স্বপন নামের ওই সিএনজিচালক ভোলার বোরহানউদ্দিন থানার গঙ্গাপুর গ্রামের মৃত মো. শহীদের সন্তান। কর্মসূত্রে কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বনশ্রীতে বাসের ধাক্কায় নিহত ২

আপডেট সময় ০৩:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১

ঢাকা প্রতিনিধি : রাজধানীর বনশ্রীর ফেমাস হাসপাতালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন সিএনজিচালক মো. স্বপন (৩২) ও সিএনজির যাত্রী ফাতেমা বেগম (৪০)।

এছাড়া আহত হয়েছে ফাতেমা বেগমের দুই সন্তান সাকিব (১৭) ও শাকিল (৮)। এদের মধ্যে শাকিলের অবস্থা আশঙ্কাজনক। নিহত ফাতেমা বেগম দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী। ছোট ছেলে শাকিলকে সানারপাড় মাদরাসায় ভর্তি করাতে কুমিল্লার বড়ুরা থেকে ঢাকা আসেন ফাতেমা।

রোববার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহতসহ চারজন আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা অ্যাম্বুলেন্সচালক আরিফ হোসেন জানান, খিলগাঁও থানাধীন বনশ্রী ফেমাস হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে অছিম পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দুজন মারা যান।

এদিকে খবর পেয়ে সিএনজিচালকের আত্মীয়রা ঢামেক হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, স্বপন নামের ওই সিএনজিচালক ভোলার বোরহানউদ্দিন থানার গঙ্গাপুর গ্রামের মৃত মো. শহীদের সন্তান। কর্মসূত্রে কাফরুলের ইব্রাহিমপুর এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।