স্টাফ রিপোর্টার: ডিজেল, কেরোসিনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে দলটি।
সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসময় প্রেস ক্লাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
ঢাকা মাহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।