কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর হোসাইন সাফি (৩) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ওই শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দুর্গম ঝগড়ার চর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশু হোসাইন সাফি ওই গ্রামের জাহেদুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে আকস্মিকভাবে নিখোঁজ হয় সাফি। অনেক খোজাঁখুজি করে তাকে পাওয়া না যাওয়ায় শুক্রবার সন্ধ্যায় রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুটির পরিবার।
পরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে শিশুটির মরদেহ খুঁজে পায় স্বজন ও স্থানীয়রা। পরে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিত্যক্ত বাড়ি থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।