অর্থনীতি ডেক্সঃ বিটকয়েনের দাম গত ছয়দিনে ৯ হাজার ডলার বেড়েছে। এই ক্রিপ্টোকারেন্সিটির দাম ৪১ হাজার ডলার ছাড়িয়েছে।
শুক্রবার এর দাম ছিল ৪১ হাজার ৯৬২ ডলার।
২০২০ সালের ২৫ ডিসেম্বর এর দাম ছিল ২৫ হাজার ডলার। চলতি বছরের ২ জানুয়ারি বেড়ে হয় ৩২ হাজার ডলার।
বিটকয়েনের দাম গত শনিবার প্রথম ৩০ হাজার ডলার ছাড়িয়েছিল।
গত মার্চে বিটকয়েনের দাম ছিল ৫ হাজার ডলার। অনলাইন পেমেন্ট জায়ান্ট পেপাল যখন ঘোষণা দেয় তাদের অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে পারবেন, তখন থেকে দাম বাড়তে থাকে বিটকয়েনের।