সংসদ সদস্যদের মধ্যে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শহীদুজ্জামান সরকার ফের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন সামনে রেখে সংসদ সদস্যদের করোনাভাইরাস পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়েছে বলে নওগাঁ-২ আসনের এই সংসদ সদস্য জানিয়েছেন।
তিনি বলেন, “একটু জ্বর হওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। দুইবার পরীক্ষা করিয়ে দেখলাম রিপোর্ট পজিটিভি।”
৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার জ্বর হওয়ার পর থেকে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে ‘আইসোলেশনে’ ছিলেন। গত ২ ও ৬ নভেম্বর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান তিনি।
এর আগে গত এপ্রিলের শেষে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শহীদুজ্জামান সরকার। জ্বর ও কাঁশি ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
এই সংসদ সদস্য জানান, প্রথমবার অসুস্থ হওয়ার পর ৩০ এপ্রিল নমুনা দেওয়ার পর ১ মে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে ২৩ মে পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে।
সাবেক হুইপ শহীদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন। ডায়াবেটিসের সমস্যা রয়েছে তার।
রোববার শুরু হতে যাওয়া সংসদের বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদ সদস্যরা ছাড়াও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে।
সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার থেকে জানা গেছে, আরও পাঁচজন আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সংরক্ষিত মহিলা আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস।
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে শূন্য হওয়া পাবনার এই আসনে উপনির্বাচনে জয়ী হওয়া নুরুজ্জামান বিশ্বাস গত ৭ অক্টোবর সংসদ সদস্য হিসেবে শপথ নেন। এবারই প্রথমবারের মতো সংসদে যোগ দেওয়ার কথা ছিল তার।
তিনি বলেন, “আমার শরীরে কোনো উপসর্গ নেই। সংসদ থেকে মেসেজ পাওয়ার পরই আইসোলেশনে আছি।”