ক্রীড়া ডেস্ক: বাবা আবদুল কাদির কিংবদন্তি লেগস্পিনার, ছেলে উসমান কাদিরও। অ্যাকশনও অনেকটা বাবার মতোই। বাবার পথে হেঁটে উসমান কাদিরও পাকিস্তান দলকে অনেকটা দিন সার্ভিস দেবেন, এমন স্বপ্ন দেখতেই পারেন সমর্থকরা।
তবে অভিষেকটা হতে যেন একটু দেরি হয়ে গেল। বয়স ২৭ পেরিয়েছে। অবশেষে পাকিস্তানের আন্তর্জাতিক জার্সিটা গায়ে জড়ানোর সৌভাগ্য হলো উসমান কাদিরের। রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই লেগির।
ক্রিকেটটা তার রক্তে। দুই ভাই ইমরান কাদির আর সুলেমান কাদিরও ক্রিকেটার। তাদের দুজনের কারও অবশ্য পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। উসমান কাদির সেই সুযোগটা পেলেন।
সুযোগ অবশ্য এমনি এমনি আসেনি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে পারফর্ম করে আসছেন উসমান কাদির।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। লিস্ট ‘এ’তে ২১ ম্যাচে ২১ আর টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচে ৩৩ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার।
অভিষেক ম্যাচে উইকেটের দেখাও পেয়ে গেছেন কাদির। বোল্ড করেছেন জিম্বাবুয়ের সেট ব্যাটসম্যান শন উইলিয়ামসকে। যদিও একটু খরুচে, ৩ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন একটি উইকেট।