গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিন মিয়া (৪০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কান্তনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মতিন একই উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তিনি কান্তনগর বাজারে ‘মা-বাবা’ নামে একটি ডেকোরেটর ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, সকালে দোকান খুলে লাইন, ফ্যানের সুইচ অন করতে গিয়ে খোলা তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন মতিন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এজেডএম স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।