স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ মান্দায় আত্রাই নদীর বাঁধ ভাঙা অংশ দিয়ে পানি ঢোকে অন্তত ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে। অবিরাম বর্ষণ আর উজানি ঢলে ভেসে গেছে পুকুরের মাছও। ৩ দফা অকাল বন্যায় দুর্ভোগে পড়েছে উপজেলার ৬ ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা।
ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তায় কাজ করছে স্থানীয় প্রশাসন।
এভাবেই বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। আর এতে বিস্তীর্ণ এলাকার মাঠের রোপা করা ধান আমন ফসল তলিয়ে যায়।
গত জুলাই মাসের ৭ তারিখে নওগাঁর মান্দার আত্রাই নদীর ৩টি স্থানে বাঁধ ভেঙে যায়। এসব বাঁধ সংস্কার প্রস্ততির মাঝেই বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টি আর উজানি ঢলে বেড়ে যায় আত্রাই নদীর পানি। পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। এ ছাড়া নতুন করে পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার বাসিন্দা।
কৃষকরা বলছেন, ৩ দফা বন্যায় ধকল কাটিয়ে চড়া দামে বীজ কিনে রোপণ করা ধান তলিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়বে তারা।
কয়েকদফার বন্যায় নাকাল ক্ষতিগ্রস্থ এলাকাবাসী সরকারের সহযোগিতা কামনা করেছেন।
বাঁধ নির্মাণে টেকসই ব্যবস্থার দাবি বিশিষ্টজনদের । আর স্থানীয় প্রশাসন বলছে, নতুন করে বন্যার্তদের জন্য তালিকার কাজ করছেন তারা ।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হালিম বলেন, বন্যার কারণে যদি কোন ব্যক্তি বা ধান ক্ষেত ক্ষতিগ্রস্থ হয় তাহলে তাদের পাশে প্রশাসন রয়েছে।
সমন্বয়য়ক বাসদ নেতা মো. জয়নাল আবেদিন মুকুল বলেন, খুব দ্রুত বাঁধটা তৈরি করতে হবে। ক্ষেত মজুরদের খাদ্য ও অর্থ দিয়ে সহায়তা করতে হবে।
কৃষি বিভাগ জানায়, মান্দার ৭ টি ইউনিয়নে নতুন করে ফসল প্লাবিত হয়েছে। ফসলের ক্ষতি নিরূপনে কাজ শুরু হয়েছে।