লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোস্না বেগম (৪২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তরগোবদা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান ছালেকুজ্জামান প্রামানিক জানান, নিজ বাড়িতে অটোরিকশা চার্জ দিতেন অটোরিকশা চালক সহিদুল ইসলাম।
চার্জে থাকা সেই অটোরিকশার বিদ্যুতের সংযোগ খুলছিলেন তার স্ত্রী গৃহবধূ জোস্না বেগম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।