ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে, গেটে ঝুলছে তালা Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত Logo রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হবে না: মির্জা ফখরুল Logo সাগরে লঘুচাপ,সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু Logo প্রবাসীর কাছে চাঁদা চেয়ে কারাগারে বিএনপি নেতা Logo ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে এনসিপির আবেদন Logo চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস Logo যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

শুরু হচ্ছে তারকাবহুল ফ্যামিলি ফ্যান্টাসি

শুরু হচ্ছে তারকাবহুল ফ্যামিলি ফ্যান্টাসি

বিনোদন ডেস্কঃএই বিশ্বসংসারে যখন প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত, অনাকাঙ্খিত, অমানবিক ও হাস্যকর ঘটনা ঘটে চলেছে। সচেতন বা অবচেতনভাবে সেইসব ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে যায় মানুষ। ঠিক যেমনটি আবেদ সাহেবের পরিবারে দেখা যাবে।

আবেদ সাহেবের পরিবারের সদস্যসংখ্যা মোটে ৭ জন। কিন্তু কখনো কখনো এই সাতজনের নানামাত্রিক আচরণে সমস্ত পরিবারের উপর সাত আসমান ভেঙে পড়ে।

এমনিতে সবকিছু ঠিকঠাক। দুঃখ যা একটু তা শুধুমাত্র বড় মেয়েটাকে নিয়ে। বিয়ের ছয়মাসের মাথায় সংসার করা সম্ভব নয় বলে স্বামীকে ছেড়ে চলে এসেছে। কেন? কী সমস্যা? সেসবের কোনো উত্তর নেই।

একেক সময় একেক রকম তথ্য সে দেয়। যার কোনোটা সত্য, কোনোটা বানানো। বড় ছিচকাঁদুনে স্বভাবের। বড় ছেলে বিশ্ববিদ্যালয় পাশ করে বেকার।

সমাজবদলের যে চিন্তা তার মাথায় ঢুকেছিল ছাত্রাবস্থায় সেই স্বপ্নেই বুঁদ হয়ে একেক সময় একেকরকম কাজে যুক্ত হয়ে পড়ে। কিছুদিন পর ‘কিচ্ছু হবে না, সব ভন্ড’, এসব বলে সব ছেড়েছুড়ে ঘরবন্দি হয়, নতুন কোনো স্বপ্নে।

এখনো অবিবাহিত। প্রেমিকা একজন ছিল বটে বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু কোন এক অজানা কারণে সম্পর্কচ্ছেদ হয়। ছোট ছেলে-মেয়ে দুটো পিঠাপিঠি। সারাক্ষণ দুজনের মধ্যে ঝগড়া, অভিমান চলতে থাকে।

তবে বেশিক্ষণ একা একা থাকতে পারে না। দু জনেই বিশ্ববিদ্যালয়ে পড়ে। নানান রকম অদ্ভুত আইডিয়া সবসময় তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। ছেলেটা প্রেমে পড়েছে বোঝা যায়।

কিন্তু মেয়েটা বেশ কনফিউসড এসব ব্যাপারে। বাসার কাজের লোকটা আবেদ সাহেবেরই গ্রামের। বহু বছর ধরে আছে। তিনকুলে তার কেউ নাই। এই সংসারই তার সংসার।

তবে তার ভুলে যাবার রোগ আছে। আবেদ সাহেবের স্ত্রীচরিত্রটিকে সন্তানদের সব ব্যাপারেই সাহায্যকারীর ভূমিকায় দেখা যায়। সন্তানদের সব কিছুতেই তার সায়।

এমনই এক পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’। এর প্রচার শুরু হচ্ছে দেশ টিভিতে আগামী মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে।

প্রতি সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে এটি প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক অনন্য ইমন।

আদিত্য জায়িদের রচনায় এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, ডলি জহুর, শতাব্দি ওয়াদুদ, নাদিয়া, ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, কাজী উজ্জল, ইভানা, এস আই শহীদ, ঈশিকা, মৌসুমি বিশ্বাস, মোস্তফা প্রকাশের মতো একঝাঁক প্রিয়মুখ।

ট্যাগস

নওগাঁয় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে, গেটে ঝুলছে তালা

শুরু হচ্ছে তারকাবহুল ফ্যামিলি ফ্যান্টাসি

আপডেট সময় ০৬:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্কঃএই বিশ্বসংসারে যখন প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত, অনাকাঙ্খিত, অমানবিক ও হাস্যকর ঘটনা ঘটে চলেছে। সচেতন বা অবচেতনভাবে সেইসব ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে যায় মানুষ। ঠিক যেমনটি আবেদ সাহেবের পরিবারে দেখা যাবে।

আবেদ সাহেবের পরিবারের সদস্যসংখ্যা মোটে ৭ জন। কিন্তু কখনো কখনো এই সাতজনের নানামাত্রিক আচরণে সমস্ত পরিবারের উপর সাত আসমান ভেঙে পড়ে।

এমনিতে সবকিছু ঠিকঠাক। দুঃখ যা একটু তা শুধুমাত্র বড় মেয়েটাকে নিয়ে। বিয়ের ছয়মাসের মাথায় সংসার করা সম্ভব নয় বলে স্বামীকে ছেড়ে চলে এসেছে। কেন? কী সমস্যা? সেসবের কোনো উত্তর নেই।

একেক সময় একেক রকম তথ্য সে দেয়। যার কোনোটা সত্য, কোনোটা বানানো। বড় ছিচকাঁদুনে স্বভাবের। বড় ছেলে বিশ্ববিদ্যালয় পাশ করে বেকার।

সমাজবদলের যে চিন্তা তার মাথায় ঢুকেছিল ছাত্রাবস্থায় সেই স্বপ্নেই বুঁদ হয়ে একেক সময় একেকরকম কাজে যুক্ত হয়ে পড়ে। কিছুদিন পর ‘কিচ্ছু হবে না, সব ভন্ড’, এসব বলে সব ছেড়েছুড়ে ঘরবন্দি হয়, নতুন কোনো স্বপ্নে।

এখনো অবিবাহিত। প্রেমিকা একজন ছিল বটে বিশ্ববিদ্যালয় জীবনে কিন্তু কোন এক অজানা কারণে সম্পর্কচ্ছেদ হয়। ছোট ছেলে-মেয়ে দুটো পিঠাপিঠি। সারাক্ষণ দুজনের মধ্যে ঝগড়া, অভিমান চলতে থাকে।

তবে বেশিক্ষণ একা একা থাকতে পারে না। দু জনেই বিশ্ববিদ্যালয়ে পড়ে। নানান রকম অদ্ভুত আইডিয়া সবসময় তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে। ছেলেটা প্রেমে পড়েছে বোঝা যায়।

কিন্তু মেয়েটা বেশ কনফিউসড এসব ব্যাপারে। বাসার কাজের লোকটা আবেদ সাহেবেরই গ্রামের। বহু বছর ধরে আছে। তিনকুলে তার কেউ নাই। এই সংসারই তার সংসার।

তবে তার ভুলে যাবার রোগ আছে। আবেদ সাহেবের স্ত্রীচরিত্রটিকে সন্তানদের সব ব্যাপারেই সাহায্যকারীর ভূমিকায় দেখা যায়। সন্তানদের সব কিছুতেই তার সায়।

এমনই এক পারিবারিক গল্পে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক ‘ফ্যামিলি ফ্যান্টাসি’। এর প্রচার শুরু হচ্ছে দেশ টিভিতে আগামী মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে।

প্রতি সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে এটি প্রচারিত হবে বলে নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক অনন্য ইমন।

আদিত্য জায়িদের রচনায় এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হাসান কিসলু, ডলি জহুর, শতাব্দি ওয়াদুদ, নাদিয়া, ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী, কাজী উজ্জল, ইভানা, এস আই শহীদ, ঈশিকা, মৌসুমি বিশ্বাস, মোস্তফা প্রকাশের মতো একঝাঁক প্রিয়মুখ।