স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় এবার রোপা আউশের বাম্পার ফলণ হয়েছে । শুরু হয়েছে মাঠে মাঠে ধান কাটা মাড়াইয়ের ধুম ।
সোমবার দুপুরে রোপা আউশ ধান কাটা ও মাঠ দিবস পালণ করেছে জেলা কৃষি বিভাগ । মহাদেবপুর উপজেলার চোদ্দ মাইল মাঠে এ ধান কাটা উৎসবের উদ্বোধন করেন কৃষি বিভাগের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্র নাথ রায়, এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সামসুল ওয়াদুদ, মহাদেবপুর কৃষি কর্মকর্তা অরুন চন্দ্র রায় , উপসহারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মিল্লাতে রব্বানী, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ । জেলায় এবার ৭২ হাজার হেক্টর জমিতে রোপা আউশ আবাদ হয়েছে । কৃষকরা জানায় বিঘাপ্রতি ১৫ মন থেকে ১৭ মন পর্যন্ত ফলন হয়েছে । বাজারে ভাল দাম পাওয়ায় বেশ খুশি চাষীরা ।