সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার মাধবকাটিতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এসময় আহত হয়েছেন আরো দুই জন। নিহত ব্যবসায়ীর নাম হায়দার সরদার (৪৫)। তিনি সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত বজলে সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, মুদি ব্যবসায়ী হায়দার সরদার বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে মাধবকাটি বাজার পার হয়ে কিছু দূর পৌঁছালে সাতক্ষীরা শহরের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ব্যবসায়ী হায়দার সরদারসহ তিন জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হায়দার সরদারকে সাতক্ষীরা শহরের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, আহত অপর দুই জনের মধ্যে একজন খুলনায় ও অপর জন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে, তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য ইকবাল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।