আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে তথ্য দেয়া এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর করা হবে।
মঙ্গলবার দেশটির বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি এমন খবর দিয়েছেন। বলেছেন, সিআইএ এবং মোসাদের অন্যতম গুপ্তচর মাহমুদ মুসবি-মাজদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আমাদের শত্রুদের কাছে শহীদ সোলায়মানির অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিলেন।
গত ৩ জানুয়ারি ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে মার্কিন বাহিনী।
মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান-সংশ্লিষ্ট বাহিনীর হামলার মূলহোতা হিসেবে সোলাইমানিকে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে গত গ্রীষ্মে সিআইএ’র হয়ে কাজ করা ১৭ গুপ্তচরকে গ্রেপ্তারের দাবি করেছিল ইরান।
জেনারেল সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। অনেকটা যুদ্ধের কিনার থেকে ফিরেছে বৈরি দেশ দুটি। সূত্র- ইয়ানি সাফাক।