ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনার মাঝেই প্রিয় খেলায় মগ্ন ট্রাম্প

গলফ খেলছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ  মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথমবার গলফ কোর্টে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে দেখাতেই তিনি এই কাজ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২৩ মে) হোয়াইট হাউস থেকে গাড়িবহর নিয়ে ওয়াশিংটনের উপকণ্ঠে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে যান মার্কিন প্রেসিডেন্ট।

সেখানে সাদা পোলো শার্ট ও ক্যাপ পরে বেশ কিছুক্ষণ প্রিয় খেলায় মজেছিলেন তিনি।

এর আগে সবশেষ গত ৮ মার্চ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গলফ কোর্টে দেখা দিয়েছিল ট্রাম্পকে। ওই সপ্তাহেই নিজের মার-এ-ল্যাগো রিসোর্টে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

এর পরের সপ্তাহেই বোলসোনারের প্রেস সেক্রেটারি করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তাও করোনায় আক্রান্তদের সংস্পর্শে যাওয়ায় সেলফ-কোয়ারেন্টিনে রয়েছেন।

বিষয়টিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথমবার করোনা ভাইরাস ধরা পড়ে। সংক্রমণ বাড়তে থাকায় গত ১৩ মার্চ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যায় সারা বিশ্বের মধ্যে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সেখানে মহামারি এখনও নিয়ন্ত্রণে আসেনি, বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

কিছুদিনের মধ্যেই দেশটিতে করোনায় প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সমালোচকদের দাবি, এ অবস্থাতেও পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ঝুঁকি সত্ত্বেও সবাইকে ব্যবসা-বাণিজ্য ফের শুরু করতেও উদ্বুদ্ধ করছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স

 

ট্যাগস

করোনার মাঝেই প্রিয় খেলায় মগ্ন ট্রাম্প

আপডেট সময় ০২:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  মহামারিতে রূপ নেওয়া করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার পর প্রথমবার গলফ কোর্টে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে দেখাতেই তিনি এই কাজ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২৩ মে) হোয়াইট হাউস থেকে গাড়িবহর নিয়ে ওয়াশিংটনের উপকণ্ঠে নিজের মালিকানাধীন ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে যান মার্কিন প্রেসিডেন্ট।

সেখানে সাদা পোলো শার্ট ও ক্যাপ পরে বেশ কিছুক্ষণ প্রিয় খেলায় মজেছিলেন তিনি।

এর আগে সবশেষ গত ৮ মার্চ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের গলফ কোর্টে দেখা দিয়েছিল ট্রাম্পকে। ওই সপ্তাহেই নিজের মার-এ-ল্যাগো রিসোর্টে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

এর পরের সপ্তাহেই বোলসোনারের প্রেস সেক্রেটারি করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া হোয়াইট হাউসের বেশ কিছু কর্মকর্তাও করোনায় আক্রান্তদের সংস্পর্শে যাওয়ায় সেলফ-কোয়ারেন্টিনে রয়েছেন।

বিষয়টিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি বেশ কয়েকবার করোনা টেস্ট করিয়েছেন। প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রে প্রথমবার করোনা ভাইরাস ধরা পড়ে। সংক্রমণ বাড়তে থাকায় গত ১৩ মার্চ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যায় সারা বিশ্বের মধ্যে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সেখানে মহামারি এখনও নিয়ন্ত্রণে আসেনি, বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

কিছুদিনের মধ্যেই দেশটিতে করোনায় প্রাণহানি এক লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সমালোচকদের দাবি, এ অবস্থাতেও পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ঝুঁকি সত্ত্বেও সবাইকে ব্যবসা-বাণিজ্য ফের শুরু করতেও উদ্বুদ্ধ করছেন তিনি।

তথ্যসূত্র: রয়টার্স