ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি

 নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর আত্রাইয়ে ছোট ভাই ফরিদের (৪০) লাঠির আঘাতে বড় ভাই আব্দুল রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তারা উপজেলার পতিসর গ্রামের বাসিন্দা। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার (১১ মে) বিকেলে জমির ধান ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরিদ লাঠি দিয়ে বড় ভাই আব্দুল রহমানের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘটনার পর ফরিদকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা

ট্যাগস

আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০১:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

 নওগাঁ, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর আত্রাইয়ে ছোট ভাই ফরিদের (৪০) লাঠির আঘাতে বড় ভাই আব্দুল রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তারা উপজেলার পতিসর গ্রামের বাসিন্দা। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সোমবার (১১ মে) বিকেলে জমির ধান ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের মধ্যে।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরিদ লাঠি দিয়ে বড় ভাই আব্দুল রহমানের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ওসি আরও জানান, ঘটনার পর ফরিদকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা