ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

বরগুনায় র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য আটক

বরগুনায় র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য আটক

বরিশাল প্রতিনিধি:  বরগুনায় অভিযানে চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বরিশাল র‍্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বরগুনা জেলা সদরের কদমতলা এলাকার আবদুর রহমান (৪৪) ও হরিদ্রাবাড়িয়া এলাকার মো. আলমগীর (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি আভিযানিক দল বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগন জেএমবি’র দাওয়াতি শাখার ওই দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সঙ্গেও তারা যুক্ত বলে জানান।

বিভিন্ন সময় পূর্বে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদেও আটক এ দুই আসামির বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে র‍্যাব।

আটক আবদুর রহমান ও মো. আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতেও র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বরগুনায় র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য আটক

আপডেট সময় ০৪:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

বরিশাল প্রতিনিধি:  বরগুনায় অভিযানে চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র ২ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বরিশাল র‍্যাব-৮-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বরগুনা জেলা সদরের কদমতলা এলাকার আবদুর রহমান (৪৪) ও হরিদ্রাবাড়িয়া এলাকার মো. আলমগীর (৪৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি আভিযানিক দল বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগন জেএমবি’র দাওয়াতি শাখার ওই দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন স্থানে গোপন মিটিং, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার সঙ্গেও তারা যুক্ত বলে জানান।

বিভিন্ন সময় পূর্বে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদেও আটক এ দুই আসামির বিরুদ্ধে উগ্রপন্থি কাজের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে র‍্যাব।

আটক আবদুর রহমান ও মো. আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতেও র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।