বগুড়া প্রতিনিধিঃ গুড়ায় একদিন পর করোনা ভাইরাস আছে কিনা তার পরীক্ষার জন্য ১০৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে।
শনিবার বগুড়া জেলা সিভিল সার্জন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা রোগী পাওয়া গেছে।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, এই আইসোলেশন কেন্দ্রে মোট রোগী আছে ৮ জন। এরমধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। বাকি একজনের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো জানান, একজন রোগী এসেছে জয়পুরহাট জেলার আক্কেলপুরের জামালগঞ্জ এলাকার। তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্য (৪২)। তার চিকিৎসা চলছে।
আর বাকি ৭জন করোনা রোগী নিজ নিজ উপজেলায় চিকিৎসাধীন রয়েছে। কারো কারো উপসর্গ না থাকায় নিজ বাড়িতে সঙ্গনিরোধ করে রাখা হয়েছে। সেখানে উপজেলা হাসপাতাল থেকে তাদেরকে সকল প্রকার চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন এর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বগুড়ায় কোন নমুনা সংগ্রহ করা হয়নি। শনিবার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ১০৪ এবং হাসপাতাল থেকে আরো ৪ জন নিয়ে মোট ১০৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।
জেলার ধুনট ১ জন, সোনাতলা ২ জন, বগুড়া সদর ১জন, আদমদিঘি ২ জন, সারিয়াকান্দি ৩জন, গাবতলী ১ জন, দুপচাঁচিয়া১ জন, শিবগঞ্জ ১জন, নন্দীগ্রাম ১জন ও শাজাহানপুর উপজেলায় ১জন করে করোনায় আক্রান্ত রোগী আছে।
ওই সব ব্যাক্তিরা ঢাকা সহ বাইরে কর্মরত থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন। এরপর টেস্ট করার পর তাদের করোনা ভাইরাস পাওয়া যায়।