আল আমীন হোসেন বিপ্লব (টাংগাইল)প্রতিনিধি: কবি জসিম উদ্দিনের আসমানী কবিতা হয়তো অনেকের জানা, ঘাটাইল রসুলপুর গ্রামে আসমানীর ঘর ছিল ভেন্না পাতার ছানি তফাৎ রসুলপুর গ্রামে সরাবাড়ী মুনসুরের ঘর হলো কলা পাতার ছানি ।
আসমানীর ভিটে-মাটি ছিল কিন্তু মুনসুরের ভিটে-মাটিও নেই খাস জমিতে তার বসবাস । মুনসুর পেশায় একজন শ্রমিক তার পাঁচ মেয়ে দুই ছেলে কিন্তু কেউ খোঁজ নেয় না তার ।
মুনসুর স্ত্রীকে নিয়ে এই ঘরেই থাকেন ঘরটি যেহেতু কলা পাতার ছানি একটু খানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ।মুনসুরের বড় একটি আশা ছিল ঘরের ।
খোঁজ নিয়ে জানাযায়,সরকারি ত্রাণ এখনো তার ভাগ্যে জোটেনি ,মুনসুর বলেন দেশে যেন কি ওগ আইছে কাজ কাম বন্ধ হইছে ঘরে খাবার নাই আট নয় দিন আগে কয়ডা চাইল,ডাইল পাইছিলাম তাও ফুরাইয়া গেছে এটি ছিল সাবেক এমপি রানার ব্যক্তিগত সাহয্যে।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘরের বিষয়টি আমার না তবে ত্রাণ পেয়েছিলাম তিন শত পেকেট হয়তো সে পায়নি এখন বিষয়টি জানা হলো পরবর্তিতে আসলে সে পাবে ।