ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ভাজনকান্দা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা জেতী প্রু জানান, খবর পেয়ে ওই বাড়িতে মেডিক্যাল টিম পাঠানো হয়। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন, বেশ কিছুদিন ধরে তিনি হাম ও জ্বরে আক্রান্ত ছিলেন।
তিনি গত এক মাস ধরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হাম এবং জ্বরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি কোভিড-১৯ পজিটিভ কিনা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং নিহতের বাড়ির সব সদস্যকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে।