চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাহবুব (৩৫) নামে ডিবির ভুয়া এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করা হয়।
মাহবুব একই জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালীনগর-সুন্দরনগর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বিষয়টি জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
তিনি জানান, সকালে বারঘরিয়া ইউনিয়ন পরিষদে দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছিল। একপর্যায়ে মাহবুব সেখানে উপস্থিত হয়ে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে চাল বিতরণ তদারকি করতে থাকেন।
এসময় সেখানে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানের সন্দেহ হলে তাকে ইউপি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মাহবুব অসলগ্ন কথাবার্তা বলেন।
পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মাহবুবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি জিয়াউর রহমান।