ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় দরিদ্র মানুষের সহায়তায় বন্ধু মিতালী ফাউন্ডেশন  (ভিডি)

অভাবী সংসারে এ সহায়তা দেওয়ায় কৃতজ্ঞতা জানায় সংস্থাটির প্রতি

স্টাফ রিপোর্টার নওগাঁ:করোনা ভাইরাসের কারণে  কর্মহীন মানুষ কে সহায়তার হাত বাড়ালো নওগাঁর বন্ধু মিতালী ফাউন্ডেশন নামের একটি সংস্থা । নওগাঁ সদর উপজেলার  জগদ সিংহ পুর এলাকায়  ত্রান সহায়তা প্রদান করা হয় শনিবার । সামাজিক দুরত্ব বজায় রেখে ৫শ নারী ও পুরুষের মাঝে চাল ডাল, আলু    প্রদান করে সংস্থাটি ।

করোনা ভাইরাসের প্রভাবে নিম্ম আয়ের মানুষের অভাবী সংসারে এ সহায়তা দেওয়ায় কৃতজ্ঞতা জানায় সংস্থাটির প্রতি ।

সহায়তা নেওয়া কয়েক জন জানান, কদিনের কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে । এমন সময় এ সহযোগিতা খুব উপকারে আসবে ।

মানবিক মুল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে সংস্থার পক্ষ থেকে ১০ হাজার মানুষ কে খাদ্য সহায়তা প্রদান করা হবে । সংস্থার সহ সভাপতি সারোয়ার তামজিদ সম্রাট বলেন, আমরা দরিদ্র মানুষের পাশে দ্বাড়াতে ছোট এ সংস্থা থেকে ১০ হাজার মানুষ কে খাদ্য সহ করোনা মোকাবিলার নানা সামগ্রী প্রদান করছি ।

সামাজিক দুরত্ব বজায় রেখে ৫শ নারী ও পুরুষের মাঝে চাল ডাল, আলু প্রদান করে সংস্থাটি

করোনার এ দু:সময়ে প্রধানমন্ত্রীর আহবাণে সারা দিয়ে প্রথম থেকেই সংস্থাটি তৃনমুল মানুষ কে নানা ভাবে সহায়তা করে আসছে । আগামীতে দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় সংস্থার পরিচালকের । বন্ধু মিতালী ফাউন্ডেশন পরিচালক নাজিম হাসান তনু জানান, আমরা মানুষের পাশে আছি । এ বিপদ সময় প্রধানমন্ত্রী যেমন নিরলস ভাবে করোনা মোকাবিলা করার জন্য চেষ্টা করছেন, তার আহবানে আমাদের পক্ষ থেকে দরিদ্র মানুষ কে সহযোগিতা করছি ।

নওগাঁ জয়পুর হাট সহ জেলার ৩০ টি কেন্দ্রে দরিদ্র মানুষ কে সহায়তা করছে বন্ধূ মিতালী ফাউন্ডেশন ।

 

ট্যাগস

নওগাঁয় দরিদ্র মানুষের সহায়তায় বন্ধু মিতালী ফাউন্ডেশন  (ভিডি)

আপডেট সময় ০৬:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টার নওগাঁ:করোনা ভাইরাসের কারণে  কর্মহীন মানুষ কে সহায়তার হাত বাড়ালো নওগাঁর বন্ধু মিতালী ফাউন্ডেশন নামের একটি সংস্থা । নওগাঁ সদর উপজেলার  জগদ সিংহ পুর এলাকায়  ত্রান সহায়তা প্রদান করা হয় শনিবার । সামাজিক দুরত্ব বজায় রেখে ৫শ নারী ও পুরুষের মাঝে চাল ডাল, আলু    প্রদান করে সংস্থাটি ।

করোনা ভাইরাসের প্রভাবে নিম্ম আয়ের মানুষের অভাবী সংসারে এ সহায়তা দেওয়ায় কৃতজ্ঞতা জানায় সংস্থাটির প্রতি ।

সহায়তা নেওয়া কয়েক জন জানান, কদিনের কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে । এমন সময় এ সহযোগিতা খুব উপকারে আসবে ।

মানবিক মুল্যবোধ আর সামাজিক দায়বদ্ধতা থেকে সংস্থার পক্ষ থেকে ১০ হাজার মানুষ কে খাদ্য সহায়তা প্রদান করা হবে । সংস্থার সহ সভাপতি সারোয়ার তামজিদ সম্রাট বলেন, আমরা দরিদ্র মানুষের পাশে দ্বাড়াতে ছোট এ সংস্থা থেকে ১০ হাজার মানুষ কে খাদ্য সহ করোনা মোকাবিলার নানা সামগ্রী প্রদান করছি ।

সামাজিক দুরত্ব বজায় রেখে ৫শ নারী ও পুরুষের মাঝে চাল ডাল, আলু প্রদান করে সংস্থাটি

করোনার এ দু:সময়ে প্রধানমন্ত্রীর আহবাণে সারা দিয়ে প্রথম থেকেই সংস্থাটি তৃনমুল মানুষ কে নানা ভাবে সহায়তা করে আসছে । আগামীতে দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় সংস্থার পরিচালকের । বন্ধু মিতালী ফাউন্ডেশন পরিচালক নাজিম হাসান তনু জানান, আমরা মানুষের পাশে আছি । এ বিপদ সময় প্রধানমন্ত্রী যেমন নিরলস ভাবে করোনা মোকাবিলা করার জন্য চেষ্টা করছেন, তার আহবানে আমাদের পক্ষ থেকে দরিদ্র মানুষ কে সহযোগিতা করছি ।

নওগাঁ জয়পুর হাট সহ জেলার ৩০ টি কেন্দ্রে দরিদ্র মানুষ কে সহায়তা করছে বন্ধূ মিতালী ফাউন্ডেশন ।