ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বে প্রথম থেকেই ফ্রান্স পরাশক্তি হলেও, তখন পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে পারেনি। তবে মিশেল হিদালগো কোচ হয়ে আসার পর দলের চেহারা পাল্টে যায়। ফরাসিও ইউরো ১৯৮৪ জিতে প্রথমবার মেজর কোনো ট্রফির স্বাদ পায়।
গত ২৬ মার্চ না ফেরার দেশে পাড়ি জমালেন এই নন্দিত কোচ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।নিজ শহর মার্সেইতে মৃত্যুর আগে দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন বলে হিদালগোর পরিবার একটি ফ্রেঞ্চ রডিওকে জানায়।
হিদালগো ১৯৭৬ থেকে ১৯৮৪ পর্যন্ত লা ব্লুজদের কোচ ছিলেন। আর তার অধীনেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনকে ২-০ গোলে হারিয়ে শিরোপা চুমু খায় ফ্রান্স। এরপরেই অবশ্য কোচের পদ থেকে সরে যান হিদালগো।
হিদালগোর সময় ফ্রান্স দলের অন্যতম ভরসার নাম ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার মিশেল প্লতিনি।