নরসিংদী প্রতিনিধি: করোনা ভাইসার সংক্রমন রোধে হোম কোয়ারেন্টাইন না মানায় নরসিংদীর শিবপুরে এক লেবানন প্রবাসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর পশ্চিমপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ূন কবির এই অর্থদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, অর্থদন্ড প্রাপ্ত প্রবাসী ইলিয়াছ (৩০) পৌরসভার শিবপুর পশ্চিমপাড়ার আকবর আলীর ছেলে।
তিনি গত ১৮ মার্চ লেবানন থেকে থেকে দেশে আসছেন। উপজেলা প্রশাসন ও মডেল থানার মাধ্যমে যোগাযোগ করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয় তাকে।
কিন্তু তিনি তা উপেক্ষা করে উন্মুক্তভাবে ঘোরাফেরা করলে এলাকার লোকজন পুলিশ কে খবর দিলে তাকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।