ক্রীড়া ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী ১১ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এবার প্রাণঘাতী ভাইরাসটি থাবা বসিয়েছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সবার উদ্দেশে দেওয়া বার্তায় জেমি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশের মানুষ, এ যন্ত্রণাময় সময়ে স্টুয়ার্ট (ওয়াটকিস, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ) এবং আমি আমাদের সমর্থকদের উদ্দেশে কিছু বার্তা দেওয়া প্রয়োজন বলে মনে করছি।’
‘সামনের মাসগুলো আমাদের জন্য বিরাট পরীক্ষার। এ সমস্যা থেকে উত্তরণের জন্য জাতি হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। দয়া করে স্বাস্থ্যবিষয়ক সকল নিয়ম মেনে সতর্ক থাকুন। এই ভাইরাসের বিস্তার ঠেকাতে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যান্য ব্যক্তি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তাদের রক্ষা করতে সহায়তা করুন।’
‘বাংলাদেশের মানুষদের এখন একযোগে প্রার্থনা ও কাজ করতে হবে। নিজেদের রক্ষা করতে এখন আমাদের ভিন্ন ভাবে একত্রিত হতে হবে। এর অর্থ এই গুরুত্বপূর্ণ সময়ে আলাদা থাকতে একসঙ্গে কাজ করা- সামাজিক দূরত্বই এখন মূল বিষয়।’
‘এই সময়ে আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি ও আপনাকে ভালোবাসা জানাচ্ছি এবং বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করছি।’