ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্লভ হরিয়াল পাখি উদ্ধার

উদ্ধারকৃত হরিয়াল পাখি

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক অবস্থায় থাকা এক ব্যক্তির কাছ থেকে একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলীর হেফাজতে খাঁচায় বন্দি থাকা পাখিটি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস উদ্ধার করেন।

শাহজাদপুরের দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস আরও জানান, প্রায় তিন মাস আগে এরশাদ আলী গাছ থেকে পাখিটি ধরে খাঁচায় বন্দি করে রেখেছিল। সংবাদ পেয়ে পাখটি উদ্ধার করা হয়। বর্তমানে হরিয়াল পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। তার পাখার পালক কাটা। ভালোভাবে উড়তে পারছে না। সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এজন্য ইতোমধ্যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, হরিয়াল কবুতর জাতীয় ফল ভক্ষক বৃক্ষচারী পাখি। দেখতে এটি কবুতরের মতো। একসময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে এ পাখি প্রচুর দেখা যেত।

তবে আবাসস্থল সংকটে আর সেভাবে এ পাখি নজরে পড়ে না।

ট্যাগস
সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

সিরাজগঞ্জের শাহজাদপুরে দুর্লভ হরিয়াল পাখি উদ্ধার

আপডেট সময় ১১:২১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের শাহজাদপুরে আটক অবস্থায় থাকা এক ব্যক্তির কাছ থেকে একটি হরিয়াল পাখি উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার পোতাজিয়া গ্রামের এরশাদ আলীর হেফাজতে খাঁচায় বন্দি থাকা পাখিটি দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস উদ্ধার করেন।

শাহজাদপুরের দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস আরও জানান, প্রায় তিন মাস আগে এরশাদ আলী গাছ থেকে পাখিটি ধরে খাঁচায় বন্দি করে রেখেছিল। সংবাদ পেয়ে পাখটি উদ্ধার করা হয়। বর্তমানে হরিয়াল পাখিটি কিছুটা অসুস্থ রয়েছে। তার পাখার পালক কাটা। ভালোভাবে উড়তে পারছে না। সুস্থ হলে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এজন্য ইতোমধ্যে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

তিনি আরও জানান, হরিয়াল কবুতর জাতীয় ফল ভক্ষক বৃক্ষচারী পাখি। দেখতে এটি কবুতরের মতো। একসময় দেশের চিরহরিৎ বনাঞ্চলে এ পাখি প্রচুর দেখা যেত।

তবে আবাসস্থল সংকটে আর সেভাবে এ পাখি নজরে পড়ে না।