দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ দারুণভাবে জিতেছে ভারত। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর দলটির জন্য এল আরেক দুঃসংবাদ। রায়পুরে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচে ‘স্লো ওভার রেট’-এর কারণে ভারতীয় দলকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করায় ভারতীয় খেলোয়াড়দের ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই শাস্তি দিয়েছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি প্রযোজ্য হয়, যা ন্যূনতম ওভার রেট লঙ্ঘনের নিয়ম সম্পর্কিত।
নিয়ম অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য ম্যাচ ফি’র ৫ শতাংশ করে জরিমানা ধার্য করা হয়। ভারত দুই ওভার কম করায় জরিমানার পরিমাণ দাঁড়ায় ১০ শতাংশে। ম্যাচে অনিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করে নেন, ফলে কোনও আনুষ্ঠানিক শুনানি প্রয়োজন হয়নি।
ম্যাচে ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি (১০২) ও রুতুরাজ গায়কোয়াড় (১০৫) সেঞ্চুরি করলেও দলটি জয় পায়নি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম ৯৮ বলে ১১০ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে চার উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেন।

ক্রীড়া ডেস্ক: 















