নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলার মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহাদেবপুর উপজেলা যুবদলের সভাপতি কাজী আব্দুস সোবহান এর সভাপতিত্ত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপি সিনিয়র সহ- সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তবরা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জন্য দোয়া ও মোনাজাত করেন। মোনাজাতে মহান আল্লাহ’র দরবারে ফরিয়াদ জানান তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আবারও দেশ পরিচালনায় সুযোগ পান।
দোয়া মাহফিলে উপজেলার ১০ ইউনিয়ন বিএনপি ও এর অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

স্টাফ রিপোর্টার নওগাঁ: 










