নওগাঁর মান্দায় যেন সিনেমার দৃশ্য! বসতবাড়ির আঙিনাতেই গাঁজার বাগান। এমনই এক অবাক করা ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছেন স্বপন হোসেন (২৫) নামে এক যুবক।
বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মান্দা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত স্বপন হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্বপন নিজের বাড়ির পাশে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। আঙিনায় ফলিয়েছিলেন গাঁজার একাধিক গাছ—যার ওজন আনুমানিক ২৫ কেজি!
অভিযানের নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) সুজন খান। তিনি জানান, “গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত অভিযান চালাই। বাড়ি তল্লাশি করে ছয়টি বড় গাঁজার গাছসহ স্বপনকে আটক করা হয়।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন,
“এটি আমাদের এলাকার জন্য একটি দৃষ্টান্তমূলক অভিযান। কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
স্থানীয়রা জানায়, স্বপন প্রথমে শখের বশে গাঁজা গাছ লাগালেও পরে তা বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হয়ে ওঠেন। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে সেই ‘গোপন বাগান’-এর পর্দাফাঁস হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষ অবাক—বাড়ির আঙিনায় এমন বেপরোয়া মাদকের চাষ!

স্টাফ রিপোর্টার নওগাঁ: 


















