ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত বেড়ে ৩

নড়াইল-যশোর মহাসড়কে বাস ও বাঁশবোঝাই ট্রাকের সংঘর্ষে নড়াইলের এক পুলিশ কর্মকর্তা এবং আরও দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং যশোর শহরতলির ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে। ঘটনাস্থলেই আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত হন আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য।

আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে আনা হয় এবং সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা ও নিশিকান্ত আঢ্যের ছেলে। তিনি ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। এর আগে তিনি র‌্যাবে দায়িত্ব পালন করেছেন। আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান।

এসআই নিক্কনের মৃত্যুতে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। পরিবারের সম্মতিতে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ গ্রামের বাড়ি যশোরের পুকুরিয়ায় নিয়ে যাওয়া হয়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত বেড়ে ৩

আপডেট সময় ১২:১৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নড়াইল-যশোর মহাসড়কে বাস ও বাঁশবোঝাই ট্রাকের সংঘর্ষে নড়াইলের এক পুলিশ কর্মকর্তা এবং আরও দুইজন নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং যশোর শহরতলির ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে। ঘটনাস্থলেই আক্তার হোসেন মারা যান। গুরুতর আহত হন আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্য।

আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে আনা হয় এবং সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা ও নিশিকান্ত আঢ্যের ছেলে। তিনি ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। এর আগে তিনি র‌্যাবে দায়িত্ব পালন করেছেন। আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান।

এসআই নিক্কনের মৃত্যুতে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। পরিবারের সম্মতিতে জেলা পুলিশ লাইনসে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ গ্রামের বাড়ি যশোরের পুকুরিয়ায় নিয়ে যাওয়া হয়।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471