ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ Logo মান্দায় অটো চার্জারের ধাক্কায় এক ব্যক্তি নিহত Logo সোহাগ হত্যা মামলার আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে Logo মিটফোর্ডের ঘটনায় কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী Logo ১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত: ইরান Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বললেন—বিমানে বোমা আছে Logo সিলেটে সুরমার পানি বাড়ছে, বিপৎসীমা ছুঁইছুঁই কুশিয়ারা Logo সোহাগ হত্যার দায়ে টিটন গাজী নামে আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫ Logo আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে বেরোবি যাচ্ছেন চার উপদেষ্টা Logo ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. আসকর আলী (২৪)। তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, আসকর আলী মেইন পিলার ৩৫৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৮৭ নম্বর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। ভারতের পক্ষে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বিজিবির সদস্যরা অবস্থান করছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. আসকর আলী (২৪)। তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, আসকর আলী মেইন পিলার ৩৫৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৮৭ নম্বর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। ভারতের পক্ষে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বিজিবির সদস্যরা অবস্থান করছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।