ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. আসকর আলী (২৪)। তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, আসকর আলী মেইন পিলার ৩৫৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৮৭ নম্বর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। ভারতের পক্ষে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বিজিবির সদস্যরা অবস্থান করছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেট সময় ১২:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতের নাম মো. আসকর আলী (২৪)। তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, আসকর আলী মেইন পিলার ৩৫৩ সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিএসএফের ৮৭ নম্বর পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উভয় দেশই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে। ভারতের পক্ষে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বিজিবির সদস্যরা অবস্থান করছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471