ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
সোমবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী গাজা ভূখণ্ডে দিনভর বিমান হামলা চালিয়ে আরও ৩৩ জন ফিলিস্তিনিকে হত্যা করে। নিহতদের মধ্যে অনেকে ছিলেন তথাকথিত “নিরাপদ অঞ্চল” হিসেবে চিহ্নিত আল-মাওয়াসির এলাকার বাসিন্দা। এদিকে ইয়েমেনের সানায় মার্কিন বাহিনীর বোমাবর্ষণে প্রাণ হারান ১২ জন, আহত হন আরও অন্তত ৩০ জন। পাশাপাশি, রোববার দক্ষিণ লেবাননে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে হত্যা করে আরও দুইজনকে। এই ঘটনাগুলো এমন সময়ে ঘটল, যখন গাজায় জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি পুনরায় ভেঙে দিয়েছে ইসরায়েল এবং ইয়েমেনেও মার্কিন হস্তক্ষেপ চলছেই।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫১ হাজার ২০১ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৬৯ জন। কেবল ১৮ মার্চ থেকে শুরু হওয়া সাম্প্রতিক বিমান হামলায় নিহত হয়েছেন ১,৮২৭ জন এবং আহত হয়েছেন ৪,৮২৮ জন। গাজায় বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, উদ্ধারকারীরা সবাই পর্যন্ত পৌঁছাতে পারছেন না। জাতিসংঘ জানিয়েছে, এই আগ্রাসনের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে।এখন সময় এসেছে, আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকার লঙ্ঘনের এই ভয়াবহ চিত্রের বিরুদ্ধে একজোট হয়ে কঠোর পদক্ষেপ নেয়। গাজা ও ইয়েমেনে সাধারণ মানুষদের জীবন আজ প্রতিদিন ঝুঁকির মুখে। তথ্যসূত্র : আল-জাজিরা