হবিগঞ্জে হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন থাকা জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) নামের ডাকাতি মামলার এক আসামি পালিয়েছেন। আজ শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। আর ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছেন পুলিশ সুপার।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ আসামি পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় একজন বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে জালাল মিয়া গ্রেপ্তারের সময় আহত হন।
গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে তাঁকে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ লাইনসের দুজন কনস্টেবল পাহারার দায়িত্বে ছিলেন। শুক্রবার ভোরে দুই পুলিশ একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। এ সময় বাথরুমে যাওয়ার কথা বলে জালাল মিয়া পালিয়ে যান।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার পক্ষ থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হবে। পালিয়ে যাওয়া আসামি মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের দুকা মিয়ার ছেলে।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ঘটনার পরপরই আসামিকে পাহারায় থাকা পুলিশ লাইনসের দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহীদুল হক মুন্সীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশ নিরলসভাবে চেষ্টা করছে।