ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • ৫৯৪ Time View

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল আয়ারল্যান্ডের মেয়েদের জন্য মান বাঁচানোর লড়াই। তবে, এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না তারা।

শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।এ দিন মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে, ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে মুর্শিদাকে হারায় বাংলাদেশ। ১৬ বলে ৮ রান করে ফেরেন এই ওপেনার।এরপর দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার।

শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। অর্ধশতক করেন ফারজানাও।শেষ দিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসের উইকেট তুলে নিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ।

দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রানের ওই জুটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। এ দিন ব্যক্তিগত ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন গ্যাবি লুই। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা।এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৫২ রান আসে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এছাড়া, দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করেই ছাড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল

আপডেট সময় ০৪:৫৭:২২ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল আয়ারল্যান্ডের মেয়েদের জন্য মান বাঁচানোর লড়াই। তবে, এই ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারল না তারা।

শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল টাইগ্রেসরা।এ দিন মিরপুরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে আয়ারল্যান্ড। জবাবে, ৩৭ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম ওভারে মুর্শিদাকে হারায় বাংলাদেশ। ১৬ বলে ৮ রান করে ফেরেন এই ওপেনার।এরপর দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার ফারজানা হক ও তিনে নামা শারমিন আক্তার।

শারমিন ৮৮ বলে ৭২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। অর্ধশতক করেন ফারজানাও।শেষ দিকে সুবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সহজেই সেরেছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক অপরাজিত ছিলেন ১৮ রান করে। আর মুস্তারি করেছেন অপরাজিত ৭ রান।এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে আয়ারল্যান্ডের। আইরিশ ওপেনার সারাহ ফোর্বসের উইকেট তুলে নিয়ে স্বাগতিক দলকে প্রথম সাফল্য এনে দেন সুলতানা খাতুন। ১৮ বলে ৫ রান করে বোল্ড হন সারাহ।

দ্বিতীয় উইকেটে অ্যামি হান্টারকে নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালান আরেক ওপেনার গ্যাবি লুইস। ৪৮ রানের ওই জুটি ভাঙেন রাবেয়া। ৪০ বলে ২৩ রান করে তার শিকার হয়ে ফেরেন হান্টার। এ দিন ব্যক্তিগত ইনিংসে অর্ধশতকের দেখা পেয়েছেন গ্যাবি লুই। ফাহিমার বলে বোল্ড হওয়ার আগে ৭৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন আইরিশ কাপ্তান।

গ্যাবি লুইসের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি সফরকারী মেয়েরা। ৯৭ রানে তিন উইকেট থেকে দলীয় ১২৩ রানে ৬ ব্যাটার হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা।এরপর ইনিংসের শেষ বলে অলআউট হয় তারা। সর্বোচ্চ ৫২ রান আসে গ্যাবি লুইসের ব্যাট থেকে। ৪৫ বলে ২৭ রান করেন অর্লা প্রিন্ডারগাস্ট।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন ফাহিমা খাতুন। এছাড়া, দুটি করে উইকেট পেয়েছেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।