তাসরিফ খান। সংগীতশিল্পী হিসাবে তার যাত্রা শুরু হলেও জনসাধারণের কাছে সমাজ-সেবক হিসাবেই তিনি বেশি পরিচিত। বিশেষ করে দুই বছর আগে সিলেটে বন্যাকে কেন্দ্র করে তার পরিচিতি ছড়িয়ে পরে দেশ-বিদেশ।
এছাড়া সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত তার অবস্থান ছিল শিক্ষার্থীদের পক্ষে। সরকার পতনের পর থেকেই বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনার শিকারও হচ্ছে সরকার। কিছু ক্ষেত্রে তাকে নিয়েও চলছে সমালোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আফসোস লীগের মধ্যে এখন আমি মুখে মুখে যে দেশপ্রেম দেখতে পাই তা ইহকালে অন্য কারো মধ্যে দেখেছি কী না আমার জানা নাই! ওরা এখন পান থেকে চুন খোসে গেলেই দেশপ্রেম নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের মধ্যে বিভেদ ও বিরোধ সৃষ্টির চেষ্টা করে।
ওদের ধারণা আমরা কেউই এসব বুঝতে পারি না।’তিনি আরও লিখেছেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল একতা! এই একতা কোন ভাবেই নষ্ট করে ওদের ফাঁদে পা দেওয়া যাবে না। অবশ্যই আমরা যে কোন ভুল কিংবা অপরাধের বিরুদ্ধে। তাই বলে হাতে পায়ে ঘা হলে, হাত পা কেটে ফেলার চিন্তা না করে মলম দিয়ে সরানোর চিন্তা করতে হবে।’ সব শেষে তিনি লিখেছেন, ‘একতা আমাদের বিজয় এনে দিয়েছিল এবং একমাত্র বিভেদ আমাদের ধ্বংস ডেকে আনতে পারে!’