ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ১১:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৬১১ Time View

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। এর আগে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও একদিনের ক্রিকেটে প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় হ্যারু ব্রুকের দল। পাঁচ ম্যাচের সিরিজ বাঁচাতে গতকাল তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে খেলতে নেমে অধিনায়কের শতকে দারুণ জয় পেয়েছে থ্রী লায়ন্সরা।

আগে ব্যাট করতে নেমে গতকাল শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ২১ রানেই বিদায় ওপেনার ম্যাথু শর্ট। এরপর অধিনায়ক মিচেল মার্শও ফিরেন ২৪ রান করে। তবে গতকাল দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটার প্রথম দুই ম্যাচে ফর্মে ছিলেন না।গতকাল অস্ট্রেলিয়ার হয়ে ৬০ রানের ইনিংস খেলেছেন স্মিথ। তাকে সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। গ্রিন আউট হন ৪২ রান করে। এদিকে এ দুজনের পর অজিদের হয়ে ৬৫ বলে ৭৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অ্যালেক্স ক্যারি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৩০ এবং অ্যারন হার্ডি করেন ৪৪ রান।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছে ভয়াবহ। দলীয় ১১ রানেই সাজঘরে ফিরেন দুই ওপেনার। তবে শুরুতেই দুই উইকেট হারালেও এরপর দলের হাল ধরেন অধিনায়ক ব্রুক এবং উইল জ্যাকস। দলকে জেতাতে এ দুজন জুটি বেঁধে বড় রানের ইনিংস খেলেছেন।অজি বোলারদের দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান তুলেছেন এ দুজন। দুজনই শতকের পথে থাকলেও জ্যাকস আউট হন ৮৪ রান করে। অন্যদিকে জ্যাকস ফিরলেও ব্রুক ঠিকই নিজের শতক তুলে নিয়েছেন। তাঁর অপরাজিত শতকেই ৪৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ৬ উইকেটের দারুণ এই জয়ের সিরিজ জয়ের আশা জিিয়ে রেখেছে অজিরা।

ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখল ইংল্যান্ড

আপডেট সময় ১১:৫৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ইংল্যান্ড। এর আগে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও একদিনের ক্রিকেটে প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যায় হ্যারু ব্রুকের দল। পাঁচ ম্যাচের সিরিজ বাঁচাতে গতকাল তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে খেলতে নেমে অধিনায়কের শতকে দারুণ জয় পেয়েছে থ্রী লায়ন্সরা।

আগে ব্যাট করতে নেমে গতকাল শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। দলীয় ২১ রানেই বিদায় ওপেনার ম্যাথু শর্ট। এরপর অধিনায়ক মিচেল মার্শও ফিরেন ২৪ রান করে। তবে গতকাল দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ। অভিজ্ঞ এই ব্যাটার প্রথম দুই ম্যাচে ফর্মে ছিলেন না।গতকাল অস্ট্রেলিয়ার হয়ে ৬০ রানের ইনিংস খেলেছেন স্মিথ। তাকে সঙ্গ দিয়েছেন ক্যামেরন গ্রিন। গ্রিন আউট হন ৪২ রান করে। এদিকে এ দুজনের পর অজিদের হয়ে ৬৫ বলে ৭৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন অ্যালেক্স ক্যারি। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৩০ এবং অ্যারন হার্ডি করেন ৪৪ রান।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছে ভয়াবহ। দলীয় ১১ রানেই সাজঘরে ফিরেন দুই ওপেনার। তবে শুরুতেই দুই উইকেট হারালেও এরপর দলের হাল ধরেন অধিনায়ক ব্রুক এবং উইল জ্যাকস। দলকে জেতাতে এ দুজন জুটি বেঁধে বড় রানের ইনিংস খেলেছেন।অজি বোলারদের দেখেশুনে খেলে স্কোরবোর্ডে রান তুলেছেন এ দুজন। দুজনই শতকের পথে থাকলেও জ্যাকস আউট হন ৮৪ রান করে। অন্যদিকে জ্যাকস ফিরলেও ব্রুক ঠিকই নিজের শতক তুলে নিয়েছেন। তাঁর অপরাজিত শতকেই ৪৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ৬ উইকেটের দারুণ এই জয়ের সিরিজ জয়ের আশা জিিয়ে রেখেছে অজিরা।