ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রান করে সমালোচকদের চুপ করালেন ওয়ার্নার

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৫১৯ Time View

সেই চিরচেনা উদযাপন। সাদা পোশাকে ডেভিড ওয়ার্নার যেটা ভুলে যেতে বসেছিলেন। সেটা পেলেন টেস্ট ক্যারিয়ারের বিদায়ী সিরিজে। চিরচেনা উদযাপন ছাড়াও আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের ২৬তম টেস্ট সেঞ্চুরির অন্য তাৎপর্যও আছে।

ফর্মে নেই, তবু ওয়ার্নার কেন ঘটা করে অবসর নিচ্ছেন? কেন ই-বা তাঁকে সেই সুযোগ দেওয়া হচ্ছে? এসব নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন বাঁহাতি ওপেনার। সমালোচনার জবাব দিতে ওয়ার্নার বেছে নিলেন পার্থের বাইশ গজ। যেটা তিনি চেয়েছিলেন।

অস্ট্রেলিয়াও ছুটছে দুরন্ত গতিতে। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৪৩ রান। ওয়ার্নার অপরাজিত আছেন ১৩১ রানে। চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চা বিরতিতে যাওয়ার সময় অনুভূতি জানাতে গিয়ে বলে গেলেন, ‘সমালোচনা হবেই। আপনাকে এটা গ্রহণ করতে হবে এবং ব্যাটে রান দিয়ে সেটা (সমালোচনা) চুপ করিয়ে দেওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না।’
বিদায়ী সিরিজ ওয়ার্নারের জন্য হয়তো আরো অনেক কিছুর পসরা সাজিয়ে বসে আছে। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ধেয়ে আসা সব সমালোচনার মাঝে এই সেঞ্চুরি হয়তো অন্য মাত্রাই পেয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনারের কাছে।

সর্বাধিক পঠিত

রান করে সমালোচকদের চুপ করালেন ওয়ার্নার

আপডেট সময় ০২:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

সেই চিরচেনা উদযাপন। সাদা পোশাকে ডেভিড ওয়ার্নার যেটা ভুলে যেতে বসেছিলেন। সেটা পেলেন টেস্ট ক্যারিয়ারের বিদায়ী সিরিজে। চিরচেনা উদযাপন ছাড়াও আজ পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নারের ২৬তম টেস্ট সেঞ্চুরির অন্য তাৎপর্যও আছে।

ফর্মে নেই, তবু ওয়ার্নার কেন ঘটা করে অবসর নিচ্ছেন? কেন ই-বা তাঁকে সেই সুযোগ দেওয়া হচ্ছে? এসব নিয়ে সিরিজ শুরুর আগে থেকেই সমালোচনায় জর্জরিত হচ্ছিলেন বাঁহাতি ওপেনার। সমালোচনার জবাব দিতে ওয়ার্নার বেছে নিলেন পার্থের বাইশ গজ। যেটা তিনি চেয়েছিলেন।

অস্ট্রেলিয়াও ছুটছে দুরন্ত গতিতে। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৪৩ রান। ওয়ার্নার অপরাজিত আছেন ১৩১ রানে। চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চা বিরতিতে যাওয়ার সময় অনুভূতি জানাতে গিয়ে বলে গেলেন, ‘সমালোচনা হবেই। আপনাকে এটা গ্রহণ করতে হবে এবং ব্যাটে রান দিয়ে সেটা (সমালোচনা) চুপ করিয়ে দেওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না।’
বিদায়ী সিরিজ ওয়ার্নারের জন্য হয়তো আরো অনেক কিছুর পসরা সাজিয়ে বসে আছে। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ধেয়ে আসা সব সমালোচনার মাঝে এই সেঞ্চুরি হয়তো অন্য মাত্রাই পেয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেনারের কাছে।