সিলেটে নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে টােইগাররা । এতমধ্যে তারা ১-০ তে এগিয়ে আছে । এখন টাইগাররা স্বপ্ন দেখছেন নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করার।
ইতিহাস জানাচ্ছে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সঙ্গে একটি করে টেস্ট জিতলেও সিরিজ বিজয়ের কৃতিত্ব নেই বাংলাদেশের। হোয়াইটওয়াশেরতো প্রশ্নই আসে না।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট জিতলে নিউজিল্যান্ডকে টেস্টে ধবলধোলাই করা যাবে। বুধবার সে লক্ষ্যেই মাঠে নামবে শান্তর দল। এদিকে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে এক দারুণ সুসংবাদ পেলো বাংলাদেশ জাতীয় দল। ক্রিকেটারদের জন্য বড় ধরনের বোনাস ঘোষণা করলেন বিসিবি প্রধান।
সোমবার (৪ ডিসেম্বর) রাতে ক্রিকেটারদের নৈশভোজে আপ্যায়িত করার পর বিসিবি সভাপতি বলে ওঠেন, সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। বলার অপেক্ষা রাখে না ওয়ানডে আর টি-টোয়েন্টির মতো উইনিং বোনাস আছে টেস্টেও। জিতলে বোনাস মানি পাবেন ক্রিকেটাররা। তবে নিউজিল্যান্ডের মতো বড় শক্তি ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপরের সারির দল নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জেতার জন্য অংকটা আরও বাড়বে।
বিসিবি সভাপতি জানান, ক্রিকেটাররা কেউ তাকে বোনাসের কথা বলেননি। তবে শুনতে চেয়েছিলেন। পাপন বলেন, ‘একদম আসার সময় কে একজন বলেছিল। আমি বলেছি, এটা সিরিজ জিততে পারলেই পাবে।’